• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কোরবানির পশুর হাটে মাস্কবিহীন কোনো লোককে ভেতরে প্রবেশ করতে দেয়া যাবে না : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

প্রকাশ:  ২৭ জুলাই ২০২০, ১৩:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল রোববার ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেন, আমরা যারা জনপ্রতিনিধি তাদের প্রত্যেকের জনগণের সেবা করার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত থাকতে হবে। করোনাভাইরাসের মতো যত কঠিন সময় সামনে আসুক না কেন, জনগণের পাশে গিয়ে দাঁড়াতে হবে। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে দিনরাত পরিশ্রম করে দেশের মানুষের জন্যে কাজ করে চলছেন, সেই দিকে তাকিয়ে আমাদেরও কাজ করতে হবে। কারণ দেশের একের পর এক দুর্যোগের ঘনঘটা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে চলছে।


তিনি বলেন, করোনাকালে আমাদের আরো সতর্ক থাকতে হবে। বিশেষ করে কোরবানির পশুর হাটে মাস্ক বিহীন কোনো লোককে ভিতরে প্রবেশ করতে দেয় যাবে না। ইজারাদার যদি স্বাস্থ্য বিধি মেনে না চলেন, তবে তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। কারণ আপনারা জানেন, ঈদুল ফিতরের সময় ঢাকা নারায়ণগঞ্জ থেকে লোকজন ফরিদগঞ্জে প্রবেশের কারণে করোনা সংক্রমণ বেড়ে গেছে। এবারও ঈদে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসবে। তাই জনপ্রতিনিধি আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বাস্থ্য বিভাগকে আরো সচেতন হতে হবে।

 


ইউএনও শিউলী হরির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, থানা অফিসার ইনচার্জ আব্দুর রকিব, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদারসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানবৃন্দ।