ফরিদগঞ্জে দোকান ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে মারধর!
প্রতিবাদে প্রায় ৫শ' ব্যবসায়ীর স্বাক্ষরযুক্ত স্মারকলিপি পেশ ও সংবাদ সম্মেলন


করোনা পরিস্থিতি নিয়ে দেশে চলমান দুঃসময়ে দোকানের ভাড়া দিতে দেরি হওয়ায় এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগে ফরিদগঞ্জ উপজেলা সদরে কলাবাগান মার্কেটের মালিক ফরিদ আহাম্মদ রিপন সহ তার ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। গত শুক্রবার শেষ বিকেলে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ীদের আয়োজনে ব্যবসায়ীদের সংগঠনের কার্যালয়ের সামনে উক্ত সংবাদ সম্মেলন করা হয়।
ওই সংবাদ সম্মেলনের আগে কলাবাগান মার্কেটের মালিকদের অসদাচরণের বিচার চেয়ে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক অহিদুর রহমান ক্ষুব্ধ ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে বাজারের প্রায় ৫শ' ব্যবসায়ীর স্বাক্ষরিত স্মারকলিপি স্থানীয় এমপি, পুলিশ সুপার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র বরাবর প্রেরণ করা হয়েছে।
লিখিত বক্তব্যে ব্যবসায়ী জহির বলেন, আমি ১০ লাখ টাকা অগ্রিম প্রদান করে মাসিক ১০ হাজার টাকা ভাড়ায় বিগত ১৪ বছর ধরে কলাবাগান মার্কেটে ব্যবসা করে আসছি। গত ৩ জুলাই শুক্রবার মার্কেট কর্তৃপক্ষ আমাকে দুই মাসের ভাড়া অগ্রিম প্রদান করতে ২০ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়ে নোটিস প্রদান করে। আমি ২১ জুলাই অগ্রিম টাকা প্রদানের সিদ্ধান্ত নেই। ২১ তারিখে মালিক পক্ষের ফরিদ আহাম্মদ রিপন আমার কাছ থেকে টাকা নিতে আসেন। দোকানে ক্রেতা থাকায় টাকা প্রদানে একটু দেরি করার ইচ্ছা প্রকাশ করলে তিনি আমাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে পার্শ্ববর্তী দোকান থেকে গজ (কাপড় পরিমাপের দ-) নিয়ে আমাকে বেদম প্রহার করেন। এছাড়াও ওই মার্কেটের তৃতীয় তলায় ফরিদ আহাম্মদ রিপনের একটি টর্চার সেল আছে বলে গুরুতর অভিযোগ তুলে বলেন, ভাড়ার টাকা দিতে দেরি হলেই বিভিন্ন সময় ব্যবসায়ীদেরকে ওই টর্চার সেলে ডেকে নিয়ে মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছেন।