মীর শপিং কমপ্লেক্স মালিক খালেদ হায়দার দৃষ্টান্ত


করোনা মহামারির এ সময়ে এক মাসের দোকান ও অফিস ভাড়া মওকুফ করে মানবিকতার ব্যতিক্রমী উদাহরণ গড়েছেন চাঁদপুর শহরেরর জেএম সেনগুপ্ত রোডস্থ অভিজাত বিপণী বিতান মীর শপিং কমপ্লেক্স স্বত্বাধিকারী মীর মোঃ খালিদ হায়দার। তিনি তার ভবন ভাড়াটিয়াদের এক মাসের দোকান ও অফিস ভাড়া বাবদ প্রায় ৩ লাখ টাকা মওকুফ করেছেন। কঠিন পরিস্থিতিতে মালিকের ভাড়া মওকুফের উদার মানসিকতায় খুশি ভাড়াটিয়ারা।
এ ব্যাপারে মীর শপিং কমপ্লেক্স স্বত্বাধিকারী মীর মোঃ খালেদ হায়দার জানান, করোনা পরিস্থিতির কারণে সবারই মন খারাপ। ব্যবসা-বাণিজ্য নেই। আমারও ক্ষতি হয়েছে, ওদেরও ক্ষতি হচ্ছে। ভাড়াটিয়াদের ব্যবসায়িক ক্ষতির কিছুটা নিজে বহন করি-এই চিন্তা-ভাবনায় আমি এক মাসের ভাড়া মওকুফ করেছি।
মার্কেটের অন্যতম ভাড়াটিয়া বস্ন্যাক রোজের মালিক জিয়াউল হক বলেন, লকডাউনের ক্ষতি আমরা সহসাই পুষিয়ে উঠতে পারবো না। সেই মুহূর্তে আমাদের মার্কেট মালিক ভাড়া মওকুফ করায় আমরা উপকৃত হয়েছি। আল্লাহর কাছে তার নেক হায়াত কামনা করছি।
মার্কেটের অপর ভাড়াটিয়া বাঁধন এন্টারপ্রাইজের মালিক সহিদুল ইসলাম বাঁধন বলেন, মীর সাহেব অনেক ভালো মানুষ। তিনি স্বেচ্ছায় আমাদের এক মাসের ভাড়া কমিয়েছেন, তাতে শুকরিয়া।