কচুয়ায় সিনিয়র নার্সের করোনা শনাক্ত মোট আক্রান্ত ৬৩
প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ১১:৪৫
নিজস্ব প্রতিবেদক


কচুয়ায় নতুন করে আরো ১ জন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স বাসন্তী রাণী দেবনাথ (৩৯)। কচুয়া পৌরসভার পলাশপুর গ্রামের অধিবাসী তিনি। নতুন ১ জনসহ কচুয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাহ্ উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। সূত্র জানায়, বৃহস্পতিবার ২ জনের করোনা পরীক্ষার রিপোর্ট আসে। তার মধ্যে নতুন ১ জন পজিটিভ ও ১ জন নেগেটিভ। বর্তমানে তিনি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।