জেলা কমিউনিটি পুলিশিংয়ের বিদায় সংবর্ধনা
চাঁদপুরে অনেক কিছু পেয়েছি সুশীল সমাজ ও কমিউনিটি পুলিশিংয়ের কারণে : মোঃ মিজানুর রহমান


পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ মিজানুর রহমানকে বিদায় সংবর্ধনা দিলে চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি। গতকাল ২২ জুলাই বুধবার বিকেলে শহরের হাজী মহসিন রোডস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ এসএম সহিদউল্লাহ।
বিদায়ী অতিথি তাঁর বক্তব্যে বলেন, করোনা সংকটকালীন সময়ে জেলা কমিউনিটি পুলিশের পক্ষ থেকে আমাকে যে সংবর্ধনা দেয়া হয়েছে তাতে আমি সত্যিই ধন্য। আমার কর্মকালে আপনারা যে সহযোগিতা করেছেন, সেই কারণে মূলত আমার কাজে সফলতা পেয়েছি। কমিউনিটি পুলিশিংয়ের ২২ হাজার সদস্যের মোবাইল নম্বরসহ নাম নথিভুক্ত করতে পেরেছি এমন সহযোগিতার কারণে। ইন্ডাস্ট্রিয়াল ও পরিবহন কমিউনিটি পুলিশ আমার হাতে গড়া, সেজন্যে গর্ববোধ করি। আমি চাঁদপুরে অনেক কিছু পেয়েছি, যেটা সম্ভব হয়েছে চাঁদপুরের সুশীল সমাজের অবদানে ও কমিউনিটি পুলিশের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশের সিনিয়র সহ-সভাপতি কাজী শাহাদাত, প্রেসক্লাবের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, মডেল থানার অফিসার ইনচার্জ নাছিম উদ্দিন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সালাউদ্দিন জিন্নাহ ও সম্পাদক ওমর ফারুক, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি শেখ মনির হোসেন বাবুল, ডাঃ এসএম মোস্তাফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক রোটাঃ জামাল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন। আলোচনা শেষে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও ফুল দিয়ে বিদায় জানানো হয়।