• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মুজিব শতবর্ষ উপলক্ষে ফরিদগঞ্জ প্রেসক্লাবের গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

সংবাদপত্র ও সাংবাদিক দেশের উন্নয়ন, রাজনীতি এবং গণতন্ত্রের অপরিহার্য অংশ

প্রকাশ:  ২২ জুলাই ২০২০, ১৮:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বৃক্ষ বিতরণ করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাব। সোমবার বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গণে এ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংবাদপত্র ও সাংবাদিক দেশের উন্নয়ন, রাজনীতি এবং গণতন্ত্রের অপরিহার্য অংশ। তাই শুধু লিখলেই সাংবাদিকদের দায়িত্ব শেষ হয়ে যায় না। আজকের এ গাছের চারা বিতরণ কর্মসূচিই এর আরেকটি দৃষ্টান্ত।
এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের প্রশংসা করে তিনি বলেন, জেলার অপরাপর উপজেলার চেয়ে ফরিদগঞ্জের সাংবাদিকদের সাংবাদিকতার মান অনেক ভালো। সাংবাদিকদের কল্যাণে যে কোনো সময় তাদের পাশে দাঁড়াতে আমি সর্বদা প্রস্তুত। ফরিদগঞ্জের সকল সংবাদকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সমাজ থেকে দুর্নীতি দূর করতে করতে হলে আপনাদের আগে এক ও ঐক্যবদ্ধ হতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, করোনাকালে দেশের অপকারীরা একের এক ধরা পড়ছে নিখুঁত সাংবাদিকতার কারণেই। বক্তব্য শেষে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের হাতে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা তুলে দেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, সহ-সভাপতি মশিউর রহমান, আমান উল্যাহ, জাকির হোসেন সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিল হাসান, অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত, সহ-অর্থ সম্পাদক আক্তার হোসাইন, দপ্তর সম্পাদক লিটন কুমার দাস, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, ক্রীড়া সম্পাদক শরীফ হোসেন, সাহিত্য সম্পাদক তাপস চক্রবর্তী, আইসিটি সম্পাদক আবু ছালেহ বারাকাত, নির্বাহী সদস্য মামুনুর রশীদ পাঠান, নুরুন্নবী নোমান, প্রবীর চক্রবর্তী, নারায়ণ রবি দাস, একেএম ছালাহউদ্দীন প্রমুখ।

 

 

সর্বাধিক পঠিত