• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ক্রিকেটারদের জন্য প্র্যাকটিস পিচের উদ্বোধনকালে অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

ফরিদগঞ্জ থেকে আগামী দিনে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসুক

প্রকাশ:  ২০ জুলাই ২০২০, ১১:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের সদস্য মাহমুদুল হাসান জয়, শামীম পাটওয়ারী ও অনূর্ধ্ব ১৯ দলের সাবেক খেলোয়াড় সাদ্দাম হোসেনসহ প্রতিভাবান ক্রিকেটারদের করোনাকালীন সময়ে ফিটনেস ধরে রাখতে প্র্যাকটিস পিচ তৈরি করে দিলো ফরিদগঞ্জ উপজেলা পরিষদ। গতকাল রোববার দুপুরে প্র্যাকটিস পিচের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। উদ্বোধনপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক কারণে এখন ব্যস্ততা বেড়ে গেলেও আমি এখনো মনেপ্র্রাণে একজন ক্রীড়াপ্রেমী। তাই শত ব্যস্ততাও আমাকে খেলার মাঠ থেকে দূরে রাখতে পারে না। তাই ক্রিকেটার সাদ্দাম যখন করোনাকালীন সময়সহ অন্য সময়ের জন্যে বর্তমান এবং উঠতি ক্রিকেটারদের জন্য একটি প্র্যাকটিস পিচের ব্যবস্থা করে দেয়ার জন্য বলে, আমি সাথে সাথে অনুমোদন করে দিয়েছি। উপজেলা প্রকৌশল বিভাগও দ্রুত এই কাজটি সম্পন্ন করে দেয়ায় খেলোয়াড়রা তাদের ফিটনেস ধরে রাখার জন্য একটি উপযুক্ত পরিবেশ পেলো। তিনি বলেন, ক্রিকেট, ফুটবলসহ যেকোনো খেলাই হোক না কেন আমি তাদের পাশে দাঁড়াতে চাই। আমরা সহযোগিতা করে যাবো। ফরিদগঞ্জ থেকে যেন আগামী দিনে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসে শুধু তাদের কাছে এটাই প্রত্যাশা। আজকের মাহমুদুল হাসান জয়, শামীম পাটওয়ারীর মতো তারকা খেলোয়াড়রা যাতে জাতীয় দলে তাদের অবস্থান নিশ্চিত করে ফরিদগঞ্জ তথা দেশের সুনাম বয়ে আনে সে প্রত্যাশাও ব্যক্ত করছি। এ সময় তিনি উপজেলা প্রকৌশল বিভাগকে খেলোয়াড়দের জন্য একটি কক্ষ সংস্কার করে দেয়ার নির্দেশনা দেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মুজমদার, ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ ও যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া। আরো উপস্থিত ছিলেন বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের সদস্য মাহমুদুল হাসান জয়, অনূর্ধ্ব ১৯ দলের সাবেক খেলোয়াড় সাদ্দাম হোসেন, ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাবের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক জিয়াউর রহমান জিয়া, ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাবের আহ্বায়ক গিয়াস উদ্দিন, ক্রীড়া সংগঠক আল-আমিন, মামুন হোসাইন, নোমান শান্ত প্রমুখ।

সর্বাধিক পঠিত