• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অল্পের জন্যে ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার মালামাল রক্ষা!

প্রকাশ:  ১৯ জুলাই ২০২০, ১১:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নিশ্চিত ট্রলার ডুবি থেকে রক্ষা পাওয়ায় পুরাণবাজারের ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি থেকে রেহাই পেয়েছে। শনিবার সকালে পশ্চিম বাজার ঘাটে এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, নবী প্রধান মাঝির রিয়াদ পরিবহন নামক ট্রলারটি নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন কোম্পানির ভোজ্যতেল, চিনি, ভূষি, আটা, ময়দা ইত্যাদি ডিওর পণ্য বহন করে পুরাণবাজার ঘাটে আসে। ট্রলারটি ঘাটে ভিড়ানোর সময় শহর রক্ষাবাঁধের ডুবন্ত বস্নকের উপর উঠে যায়। এতে ট্রলারের তলা ছিদ্র হয়ে পানি উঠতে থাকে। এ সময় মাঝিমাল্লা ও ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে পানি ওঠা বন্ধের ব্যবস্থা করা হয়।

পরে বাজারের ২০/২৫ জন লেবার দুর্ঘটনাকবলিত ট্রলার থেকে দ্রুত পণ্য খালাস করে নেয়ায় ক্ষয়ক্ষতি থেকে কয়েকজন ব্যবসায়ী রক্ষা পায়। তা না হলে পানি উঠে পণ্যবোঝাই নৌযানটি মেঘনায় তলিয়ে যেতে পারতো।

ট্রলারে তমাল ঘোষ, সুবল পোদ্দার, শুভ সাহাসহ ৫/৬ জন ব্যবসায়ীর পণ্য ছিল বলে বাজারের লোকজন জানায়।

সর্বাধিক পঠিত