• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর হিলসা সিটি রোটারী ক্লাবের পাক্ষিক সভা, ক্লাব অ্যাসেম্বলী ও তিনটি ক্লাব প্রজেক্ট উদ্বোধন

প্রকাশ:  ১৯ জুলাই ২০২০, ১১:২৭ | আপডেট : ১৯ জুলাই ২০২০, ১১:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল ১৮ জুলাই শনিবার দুপুরে চাঁদপুর হিলসা সিটি রোটারী ক্লাবের উদ্যোগে চাঁদপুর 'ল' কলেজের নিচ তলাস্থ ইনফরমেশন এঙ্সে সেন্টারে পাক্ষিক সভা ও ক্লাব অ্যাসেম্বলী অনুষ্ঠিত হয়।

ক্লাব সভাপতি রোটাঃ রহিমা বেগম কল্পনার সভাপ্রধানে অ্যাসেম্বলী পরিচালনা করেন ক্লাব ট্রেইনার রোটাঃ আসিফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ক্লাবের উপদেষ্টা ও চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, পিএইচএফ এবং বিশেষ বক্তা ছিলেন ক্লাব অর্গানাইজার রোটাঃ মফিজ উদ্দিন সরকার পিএইচএফ, (ডেপুটি গভর্নর ২০২০-২০২১, পদ্মা জোন, রোটারী জেলা ৩২৮২ বাংলাদেশ)।

ক্লাব অ্যাসেম্বলির পূর্বে ক্লাবের নিয়মিত পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভাপ্রধান ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ রহিমা বেগম কল্পনা, পিএইচএফ। এছাড়া সভায় উপস্থিত সদস্যবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মাহমুদা খানম ও সেক্রেটারী রোটাঃ মোঃ সাইফুল আজম। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। সভায় ক্লাবের ২১জন সদস্যের মধ্যে ১৫জন সদস্য অংশগ্রহণ করেন।
এদিন ক্লাবের পক্ষ থেকে ৩টি প্রজেক্ট বাস্তবায়ন করা হয়। সেগুলো হচ্ছে : বয়স্ক ইয়াকুব আলীকে চিকিৎসার জন্যে মাসিক ১০০০ টাকা করে দেয়া, শিক্ষা সহায়তা বাবদ একজন হাফেজে কোরআনকে মাসে ১০০০ টাকা করে প্রদান ও অসহায় এক ব্যক্তিকে তার মাদ্রাসা পড়ুয়া ছেলেকে কিতাব কিনার জন্য ৫০০টাকা প্রদান এবং নারিকেল গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।