• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

প্রকাশ:  ১৮ জুলাই ২০২০, ১৪:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

করোনা দুর্যোগের কবলে ক্ষতিগ্রস্ত, অসহায়, কর্মহীন নারীদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল পাঁচটায় শহরের বকুলতলাস্থ চাঁদপুর রেলওয়ে শিশু বিদ্যালয়ে বাংলাদেশ ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩২৮-এর আওতাধীন উক্ত ক্লাব এ কর্মসূচি পালন করেছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে ক্লাব প্রজেক্টের এই ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি কাজী শাহাদাত, বিশিষ্ট চিকিৎসক কবি ও লেখক রোটারিয়ান ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া এবং নারী সংগঠক ও ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মাহমুদা খানম। ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মুক্তা পীযূষের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট তাসনুভা রহমান তন্বী।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারী মিতু আক্তার, ভাইস প্রেসিডেন্ট ডালিয়া খানম, আইএসও রেবেকা আলমগীর, সদস্য অনিমা সেন চৌধুরী, নাসরিন আক্তার উজ্জ্বলসহ অনেকে।

সর্বাধিক পঠিত