• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

১২৪ রিপোর্টে পজিটিভ ৪০!

চাঁদপুরে মোট করোনা শনাক্ত ১৪২২

প্রকাশ:  ১৮ জুলাই ২০২০, ১৪:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে নতুন করে আরো ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা থেকে প্রাপ্ত ১২৪ রিপোর্টের মধ্যে ৪০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে চাঁদপুর জেলায় গতকাল পর্যন্ত করোনা রোগী শনাক্ত হলো ১ হাজার ৪শ' ২২ জন। জেলা থেকে প্রেরিত ৫ হাজার ৬শ' ৬২ জনের স্যাম্পল পরীক্ষার রিপোর্টের মধ্যে উক্ত ১৪২২ জনের করোনা শনাক্ত হয়।

গতকাল পর্যন্ত চাঁদপুর জেলা থেকে ৫ হাজার ৮শ' ৫০ জনের স্যাম্পল পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৫৬৬২ জনের। প্রাপ্ত এই রিপোর্টে করোনায় আক্রান্ত পাওয়া গেছে ১৪২২ জন। রিপোর্ট পেন্ডিং আছে ১৮৮ জনের।

এদিকে আক্রান্তদের মধ্য থেকে গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ৮০৫ জন। এর মধ্যে গতকাল সুস্থ ঘোষণা করা হয় ১৪ জনকে। এছাড়া মারা গেছে এ পর্যন্ত ৬৭ জন। যাদের অধিকাংশই করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। পরে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ অর্থাৎ করোনায় আক্রান্তের রিপোর্ট আসে।

আক্রান্তের তুলনায় জেলার আট উপজেলার মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি। এ উপজেলায় গতকালও পজিটিভ রিপোর্ট আসে ২০ জনের। গতকাল পর্যন্ত এ উপজেলায় মোট আক্রান্ত রোগী ৫৪৩ জন। দ্বিতীয় অবস্থানে আছে ফরিদগঞ্জ। এ উপজেলায় মোট আক্রান্ত হচ্ছে ১৭১ জন।

করোনায় এ জেলায় মারা গেছে যে ৬৭ জন, উপজেলা ভিত্তিক এর সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ২০, ফরিদগঞ্জ ৯, হাজীগঞ্জ ১৬, শাহরাস্তি ৫, কচুয়া ৫, মতলব উত্তর ৮, মতলব দক্ষিণ ৩ ও হাইমচরে ১ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বাধিক পঠিত