জেলায় আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৫৬ ভাগ


গতকাল বুধবার চাঁদপুর জেলায় নতুন করে আরো ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ২৫ জনসহ এ পর্যন্ত এই জেলায় ১ হাজার ৩শ' ৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এদের মধ্যে অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে গিয়েছেন। যার শতকরা হার ৫৬ । গতকাল নতুন করে আরো ২৩ জনকে সুস্থ ঘোষণা করা হয়। এই ২৩ জনসহ এ পর্যন্ত মোট ৭শ' ৭৬ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্য থেকে মারা গেছেন ৬৬ জন। বাদবাকি ৫শ' ২৪ জন চিকিৎসাধীন আছেন।চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ সব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল পর্যন্ত চাঁদপুর জেলা থেকে ৫ হাজার ৭শ' ৫৯ জনের স্যাম্পল পাঠানো হয়েছে। এর মধ্যে গত দুদিনের ছিলো ১শ' ৪৭ জনের। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ৫ হাজার ৫শ' ১ জনের। রিপোর্ট পেন্ডিং আছে ২শ' ৫৮ জনের।