মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা করোনায় আক্রান্ত


মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ১৫জুলাই বুধবার মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুশরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩ জুলাই করোনা ভাইরাস পরীক্ষার জন্য ১৪ জনের নমুনা পাঠানো হয়। গতকাল বুধবার ১টি নমুনার রিপোর্ট আসে। ১টি রিপোর্টই পজিটিভ আসে। আর সেটি হলো মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধার। বর্তমানে তিনি তার সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টাইনে আছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে মতলব উত্তরে মোট ৭৯ জন আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ৮ জন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এদিকে ওসি মোঃ নাসির উদ্দিন তার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।