• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেনারেল হাসপাতালে তিনটি হাই ফ্লো অক্সিজেন নেজেল ক্যানুলা প্রদান করলেন শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ১৬ জুলাই ২০২০, ১১:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল (সদর) হাসপাতালের জন্যে তিনটি হাই ফ্লোঅক্সিজেন নেজেল ক্যানুলা প্রদান করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। গতকাল বুধবার বিকেলে ঢাকাস্থ মন্ত্রীর বাসায় এসব নেজেল ক্যানোলা প্রদান করেন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। হাসপাতালের পক্ষে এসব মেশিন গ্রহণ করেন ডাঃ আবু সাদাত মোঃ সায়েম ও ডাঃ তৌহিদুল ইসলাম।

এ বিষয়ে চাঁদপুর জেলা বিএমএ'র সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুমের সাথে কথা হলে তিনি জানান, আমরা চাঁদপুুরের চিকিৎসক সমাজ আমাদের মন্ত্রী মহোদয় এবং তাঁর বড় ভাই ডাঃ জেআর ওয়াদুদ টিপু ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ। এই হাই ফ্লো অক্সিজেন নেজেল ক্যানুলা রোগীদের জন্যে অনেক বড় আশীর্বাদ হয়ে আসলো। যারা প্রচ- শ্বাস কষ্টে ভুগবে অর্থাৎ যাদের শ্বাস প্রশ্বাসের সার্কুলেশন ৫০-৬০-এ নেমে আসবে তাদের জন্যে এটা খুবই প্রয়োজন হবে। এটি এখন আইসোলেশন ওয়ার্ডে করোনার খুব খারাপ অবস্থার রোগীদের জন্যে অক্সিজেন প্লান্টের সাথে সংযোগ দেয়া হবে। এর দ্বারা মিনিটে ৭০ থেকে ৮০ লিটার অক্সিজেন সাপ্লাই দেয়া যাবে। অক্সিজেন প্লান্টের সাথে এই হাই ফ্লো নেজেল ক্যানুলা খুবই সহায়ক।