করোনামুক্ত হলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান


করোনামুক্ত হয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান, পিপিএম বার। গতকাল রোববার পুলিশ সুপার নিজেই তাঁর ফেসবুক পেইজে এ তথ্য জানান। তিনি সেখানে উল্লেখ করেন, করোনা পজিটিভ হয়ে গত ৩০ জুন সেন্ট্রাল পুলিশ হসপিটালে তিনি ভর্তি হন এবং গতকাল রোববার ১২ জুলাই করোনা নেগেটিভ হওয়ার রিলিজ লেটার তিনি পেয়েছেন।
এসপি পদোন্নতিপ্রাপ্ত চাঁদপুরের অতিরিক্তি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান, এসপি স্যারের রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি ভালো আছেন।
উল্লেখ্য, করোনাকালে পুলিশের এই কর্মকর্তা করোনা সংক্রমণরোধে জনসচেতনতা তৈরিসহ বিভিন্ন কর্মকা-ে সক্রিয় ছিলেন। গত ৩০ জুন তিনি করোনা আক্রান্ত হয়ে সেন্ট্রাল পুলিশ হসপিটালে ভর্তি হন। পুলিশ সুপার করোনা পজিটিভ রিপোর্ট আসার দু' দিন আগে নমুনা দেন।
পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম বার চাঁদপুরে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তাঁর এ অসুস্থতার খবরে বিভিন্ন মহল আল্লাহর কাছে তাঁর সুস্থতার জন্যে দোয়া করেন। বিভিন্ন মসজিদে এসপির সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে সরকারি বাসায় কোয়ারেন্টাইনে আছেন।
গতকাল ১২ জুলাই দুপুরে পুলিশ সুপার সেন্ট্রাল পুলিশ হাসপাতাল (সিপিএইচ) থেকে চাঁদপুর আসলে জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।