• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

নতুন আরো ৩৪ জনের করোনা শনাক্ত জেলায় মোট ১২৮৫ এ পর্যন্ত সুস্থ ৭০২ জন

প্রকাশ:  ১৩ জুলাই ২০২০, ১৩:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলায় নতুন করে আরো ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন এই সংখ্যাসহ জেলায় মোট আক্রান্ত রোগী হচ্ছে ১ হাজার ২শ' ৮৫ জন। মোট আক্রান্তদের থেকে গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০২ জন। এর মধ্যে গতকাল সুস্থ ঘোষণা করা হয় ২১ জনকে।


গতকাল নতুন করে যে ৩৪ জন আক্রান্ত হয়েছেন উপজেলা ভিত্তিক সে সংখ্যা হচ্ছে চাঁদপুর সদর ৯, হাইমচর ২, ফরিদগঞ্জ ৮, মতলব দক্ষিণ ২, হাজীগঞ্জ ১০ এবং কচুয়ায় ৩ জন। গতকাল ১০১ জনের রিপোর্ট আসে। তার মধ্যে পজিটিভ ছিলো উক্ত ৩৪ জন। তবে নতুন করে মৃত্যুর সংখ্যা আর বাড়ে নি। এ পর্যন্ত মারা গেছেন ৬৬ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ সব তথ্য জানা গেছে।


সূত্র থেকে আরো গেছে, গতকাল পর্যন্ত চাঁদপুর থেকে স্যাম্পল পাঠানো হয়েছে ৫৪৫৯ জনের। এর মধ্যে গতকাল পর্যন্ত রিপোর্ট এসেছে ৫২৯৯ জনের। রিপোর্ট পেন্ডিং আছে ১৬০ জনের। এদিকে মৃত এবং সুস্থ হওয়া বাদ দিয়ে অন্য যেসব রোগী রয়েছে তারা হাসপাতালসহ বাসা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এই সংখ্যা হচ্ছে ৫১৭ জন।

সর্বাধিক পঠিত