• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

প্রকাশ:  ১২ জুলাই ২০২০, ০৯:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে বিদ্যুতায়িত হয়ে রাশেদুল ইসলাম রাজু (২৫) নামের এক লাইনম্যান মারা গেছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার মনতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজু কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের গাজী বাড়ির জামাল হোসেনের ছোট ছেলে।

তিনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঠিকাদার মনির হোসেনের অধীনে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন এলাকার মনতলা বাজারে একটি বিদ্যুতের খুঁটি (পিলার) পরিবর্তন করা হয়। ওই খুঁটিতে থাকা গ্রাহকের বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় অসাবধনাবশত রাজু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সুমন নিহত রাজুর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

রাজুর পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েআসলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তাদের কান্নায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরের পরিবেশ ভারী হয়ে উঠে।

ফোরম্যান শরীফ জানান, তারা চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঠিকাদার মনির হোসেনের অধীনে বিদ্যুতের পুরানো খুঁটি পরিবর্তন করে নতুন খুঁটি স্থাপনের কাজ করছিলেন। ওই সময় একটি পুরানো খুঁটি থেকে একজন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে নতুন খুঁটি স্থাপনের পর ওই গ্রাহকের বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় লাইনম্যান রাজু বিদ্যুৎস্পৃষ্ট হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদ তানভির হাসান জানান, হাসপাতালে আনার পূর্বেই রাজু নামক যুবকের মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।