• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন

প্রকাশ:  ১১ জুলাই ২০২০, ১০:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতির জনক বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় একযোগে সকাল ১১টায় সকল জেলা, উপজেলা পর্যায়ে সংগঠনের নেতৃবৃন্দ জাতির জনকের প্রতি শ্রদ্ধা ও তার আত্মার শান্তি কামনা করে ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে ফলজ, বনজ ও বিভিন্ন ঔষধী গাছের চারা রোপণ করেন। গতকাল ১০ জুলাই শুক্রবার সকাল ১১টায় পুরাণবাজর হরিসভা মন্দির কমপ্লেঙ্ চত্বরে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় জেলা পর্যায়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, সমাজকল্যাণ সম্পাদক লিটন সাহা, প্রচার সম্পাদক কার্তিক চন্দ্র সরকার, সদস্য অঞ্জন দাস, লিটন মজুমদার, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুশীল সাহা, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পুরাণবাজার লোকনাথ মন্দির ও আশ্রম পরিচালনা কমিটির আহ্বায়ক কার্তিক চন্দ্র সাহা, জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ, অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাস, ডাঃ প্রদীপ দেবনাথ, সদস্য টুটন বণিক, বিশ্বনাথ বণিক, খোকন সাহা প্রমুখ।

সর্বাধিক পঠিত