• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে ২১২ জনের করোনাভাইরাস শনাক্ত মৃত্যু ১১ জনের ও সুস্থ ৫৮ জন

প্রকাশ:  ০৯ জুলাই ২০২০, ১২:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় ৮ জুলাই পর্যন্ত ২শ' ১২ জনের দেহে মহামারী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে মৃত্যুবরণ করেছেন ১১ জন ও সুস্থ হয়েছেন ৫৮ জন। সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মতলব উত্তর উপজেলায় করোনা ভাইরাসে ৮জুলাই পর্যন্ত শনাক্ত ৭৪ জন। তার মধ্যে মৃত্যুবরণ করেছেন ৮ জন ও সুস্থ হয়েছেন ১৯ জন।

মতলব দক্ষিণ উপজেলায় করোনা ভাইরাসে ৮জুলাই পর্যন্ত শনাক্ত ১৩৮ জন। তার মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ জন ও সুস্থ হয়েছেন ৩৯ জন।

গতকাল ৮ জুলাই বুধবার মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

চাঁদপুর জেলায় প্রথম রোগী শনাক্ত হয় মতলব উত্তরে। সুজন নামে এক জামাই নারায়ণগঞ্জ থেকে করোনা ভাইরাস বহন করে মতলবে নিয়ে আসে।

উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জ এ উপজেলার কাছাকাছি হওয়ায় এ এলাকার মানুষ ঝুঁকিতে থাকে বেশি। এ এলাকার প্রথম শনাক্তকারী রোগী নারায়ণগঞ্জ থেকে আসা। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সচেতন করার বিষয়টি চলমান। মানুষ অবহেলা করায় আক্রান্তের সংখ্যা আমাদের এখানে বাড়ছে। তাই জনসাধারণকে আরও সচেতন হয়ে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও জনসমাগম এড়িয়ে চলতে হবে।

তিনি বলেন, নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউন করাসহ তাদের পরিবারকে খাদ্যসামগ্রী পেঁৗছে দেয়া হচ্ছে।