প্রধানমন্ত্রী বরাবর দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের স্মারকলিপি প্রদান


র্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা। ২০১৮ শিক্ষাবর্ষে এ মাদ্রাসা চালু হলেও বর্তমানে প্রকল্প পুনঃঅনুমোদন না হওয়ায় শিক্ষকদের ছয় মাস ধরে বন্ধ হয়ে গেছে বেতন-ভাতা। এতে করে ২০২০ জন শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন বলে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন।
চাঁদপুর জেলা দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি চাঁদপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেন। গতকাল ৬ জুলাই সোমবার এ স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম জাকারিয়া। এ সময় সংগঠনের সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মনোয়ার ও সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির নির্দেশে একযোগে সারাদেশের প্রতি জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এমন স্মারকলিপি প্রদান করা হয়।