• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

গোলাম কিবরিয়া জীবন উদয়ন শিশু বিদ্যালয়ের সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশ:  ০৫ জুলাই ২০২০, ১৯:২৪ | আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৯:২৬
বিশেষ প্রতিনিধি ॥
প্রিন্ট

চাঁদপুরের ঐতিহ্যবাহী উদয়ন শিশু বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন নির্বাচিত হয়েছেন। তিনি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান পদত্যাগ করায় তাঁর শূন্যপদে স্থলাভিষিক্ত হলেন।
 ৫ জুলাই দুপুরে এ বিদ্যালয় পরিচালনা কমিটির এক সভা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম-এর সভাপ্রধানে অনষ্ঠিত হয়। সভায় মোহাম্মদ হোসেন খান সাহেবের পদত্যাগ বিষয়ে আলোচনাক্রমে শূন্যপদে গোলাম কিবরিয়া জীবনের নাম জনাব সুভাষ চন্দ্র রায় প্রস্তাব করলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসাদ উল্লাহ সমর্থন করেন। পরে সর্ব সম্মতিক্রমে গোলাম কিবরিয়া জীবনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
১৯৮২ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে গোলাম কিবরিয়া জীবন পরিচালনা পর্ষদের একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জনাব জীবন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।