• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ ও রায়পুরের সীমানায় খাল দখল করে ইমারত নির্মাণ করছে প্রভাবশালীরা

প্রকাশ:  ০২ জুলাই ২০২০, ১১:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জের ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর-লক্ষ্মীপুর সীমান্তবর্তী এলাকায় বর্ডার বাজারে খাল দখল করে ইমারত নির্মাণ করছে কয়েকজন প্রভাবশালী।

সরেজমিন দেখা গেছে, উক্ত খাল দখল করে বহুতল ভবন নির্মাণের মহোৎসব চলছে। ইউনিয়ন ভূমি অফিস বারংবার বাধা দিলেও তোয়াক্কা করছে না ওই সব প্রভাবশালী মহল। বর্ডার বাজার ব্যবসায়ী তোফাজ্জল, সুমন, মহসিন, খন্দকার জামাল আহম্মেদ, খন্দকার মোস্তফা কামালসহ আরো অনেকে দুই পাড়ে প্রায় অর্ধশত দোকান গড়ে তুলেছেন। এতে করে দুই অঞ্চলের সীমান্তবর্তী খালটিতে ব্যাপকহারে জলাবদ্ধতা হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় জনগণ।

দখলদারদের ভয়ে স্থানীয় জনগণ মুখ খুলতে রাজি হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, তারা পেশীশক্তি দিয়ে এইসব ভবন করছে। এরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খাল দখল অব্যাহত রেখেছে। চারতলা ফাউন্ডেশন নিয়ে এক তলা ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। পাশে কয়েকটি দোকানের নির্মাণ কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে উপ-সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, রাস্তার পাশে খালের উপরে নির্মাণাধীন ভবনগুলোর নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তীতে পুনরায় কাজ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, এ বিষয়ে কোনো আপোষ করা হবে না।

পাশাপাশি স্থানীয় দখলদারদের মধ্যে কয়েকজন বলেন, দোকান নির্মাণের জন্য ভূমি মন্ত্রণালয় থেকে আমরা অনুমতি এনেছি। তবে তারা কোনো অনুমতিপত্র দেখাতে সক্ষম হয়নি।

সর্বাধিক পঠিত