চাঁদপুর রোটারী ক্লাবের কলার হস্তান্তর অনুষ্ঠান
প্রকাশ: ০২ জুলাই ২০২০, ১১:১৪
নিজস্ব প্রতিবেদক


গত ৩০ জুন মঙ্গলবার চাঁদপুর রোটারী ক্লাবের যৌথ বোর্ড সভা ও কলার হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সভাপতি রোটাঃ শেখ মঞ্জুরুল কাদের সোহেল পিএইচএফ ও সম্পাদক রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন পিএইচএফ যথাক্রমে নবাগত সভাপতি রোটাঃ নাছির উদ্দিন খান পিএইচএফ ও সম্পাদক অ্যাডঃ নজরুল ইসলাম পিএইচএফের নিকট কলার হস্তান্তর করছেন। পাশে রয়েছেন ক্লাব ট্রেইনার রোটাঃ পিপি কাজী শাহাদাত পিএইচএফ।