• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে আরো ৪৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৮০০

প্রকাশ:  ২৭ জুন ২০২০, ১৫:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে আরো ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে শনিবার। এর মধ্যে মতলব উত্তরের ১৫ জন, হাইমচরের ৯জন, হাজীগঞ্জের ৬ জন, ফরিদগঞ্জের ৬ জন, চাঁদপুর সদরের ৫জন, মতলব দক্ষিণের ৫জন ও কচুয়ার ৩জন রয়েছেন। মৃত বেড়েছে ৪জন।

নতুন আক্রান্তদের মধ্যে ইতিপূর্বে উপসর্গে মৃত চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের শামছুল হক (৮০), মতলব উত্তরের জাকির হোসেন (৫৫) ও হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ এলাকার বিলকিছ (৫০)ও রয়েছেন। এছাড়া মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের রায়পুর গ্রামের নিত্যলাল সরকার (৬৫) করোনায় আক্রান্ত অবস্থায় শুক্রবার বিকেলে নিজ বাড়িতে মারা যান।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, শনিবার (২৭ জুন) ১০০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪৯টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮০০জন। মৃত বেড়ে হলো ৫৪জন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৮০০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩০৬জন, শাহরাস্তিতে ৯৩জন, মতলব দক্ষিণে ৮৪জন, হাজীগঞ্জে ৮৩জন, ফরিদগঞ্জে ৭৮জন, হাইমচরে ৬১জন, মতলব উত্তরে ৬১জন ও কচুয়ায় ৩৪জন।

জেলায় মোট ৫৪জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৫জন, চাঁদপুর সদরে ১৪জন, মতলব উত্তরে ৮জন, ফরিদগঞ্জে ৬জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৪জন ও মতলব দক্ষিণে ২জন।

সর্বাধিক পঠিত