• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে মাদক ও অস্ত্রসহ কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ

প্রকাশ:  ২৭ জুন ২০২০, ১৩:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তি উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রেদওয়ান মিজিকে অস্ত্র ও ইয়াবা সহ আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। গত ২৫ জুন রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ ক'টি দেশীয় অস্ত্র ও ৭০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, রেদওয়ান মিজি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। গত ২৫ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার আস্তানায় হানা দেয় পুলিশ। এ সময় তার আস্তানা থেকে বেশ ক'টি দেশীয় অস্ত্র ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রেদওয়ান মিজি উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। গতকাল ২৬ জুন তাকে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়।

সর্বাধিক পঠিত