• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় করোনা উপসর্গে ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু

প্রকাশ:  ২৫ জুন ২০২০, ১৪:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে আব্দুল হাকিম (৪০) নামের এক 'ইউনি-মেড ইউনি-হেলথ' ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু হয়েছে। ২৪ জুন বুধবার সকাল সাড়ে ৯টায় নিজ ভাড়া বাসায় আব্দুল হাকিম মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।


এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাউদ্দিন মাহমুদ বলেন, আব্দুল হাকিম গত ৩ দিন যাবৎ সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আমরা তার নমুনা সংগ্রহ করেছি।

 


খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ সংলগ্ন ইদ্রিস বকাউলের বাসাটি লকডাউন করেছে।

জানা যায়, আব্দুল হাকিম বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার অধিবাসী। তিনি 'ইউনি-মেড ইউনি-হেলথ' ওষুধ কোম্পনির প্রতিনিধি হিসেবে কচুয়াতে দীর্ঘ দেড় বছর যাবৎ কর্মরত ছিলেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে পাশে ইদ্রিস বকাউলের বাসা ভাড়া নিয়ে স্ত্রী সহ বসবাস করেন। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। তার মৃত্যুর খবরে এলাকাবাসীর মধ্যে করোনার আতঙ্ক বিরাজ করছে।

সর্বাধিক পঠিত