• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

'অঙ্গীকার' তুমি কার?

প্রকাশ:  ২৫ জুন ২০২০, ১৩:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে হাসান আলী হাইস্কুল মাঠের সামনে রেলওয়ে লেকে চাঁদপুরের দ্বিতীয় জেলা প্রশাসক এম.এম. শামসুল আলম ব্যক্তিগত উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় নির্মাণ করেন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'অঙ্গীকার'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে নির্মিত 'অপরাজেয় বাংলাদেশ' নামক ভাস্কর্যের নির্মাতা, তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস্ বিভাগের প্রফেসর সৈয়দ আব্দুল্লাহ খালিদ এই 'অঙ্গীকার' নির্মাণ করেন। ১৯৮৯ সালে রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ভাস্কর্যটি উদ্বোধন করেন। তারপর থেকে ভাস্কর্যটি রক্ষণাবেক্ষণ ও মেরামতে সুনির্দিষ্টভবে কেউ দায়িত্ব পালন করছে না।


এটি চাঁদপুরের কেন্দ্রীয় স্মৃতিসৌধ। মহান স্বাধীনতা ও বিজয় দিবসে এটির বেদিতে শ্রদ্ধার্ঘ্য প্রদান করা হয়। মুক্তিযুদ্ধের বিজয়মেলা কর্তৃপক্ষ প্রতি বছর মাসব্যাপী মেলার উদ্বোধন উপলক্ষে ভাস্কর্যটিকে সাজায়, রং করে। তবে বড় ধরনের মেরামত করে না। বাকি সময় ভাস্কর্যটি সম্পূর্ণ অরক্ষিত থাকে। এখানে নেশাখোর, কপোত-কপোতীসহ বিভিন্ন শ্রেণির লোকজন আড্ডা দিয়ে এর মর্যাদা ক্ষুণ্ন করে। সম্প্রতি লক্ষ্য করা গেছে, এ ভাস্কর্যটির রেলিং ঘেরা পাকা পাটাতনের নিচের অংশ জীর্ণতার গ্রাসে ক্রমশ ধসে যাচ্ছে। এমতাবস্থায় প্রশ্ন উঠেছে : 'অঙ্গীকার'টি আসলে কার। এ প্রশ্নের জবাব সুনির্দিষ্ট না হলে 'অঙ্গীকার' যে অযত্নে-অবহেলায় রক্ষণাবেক্ষণের অভাবে যে কোনো সময় ধ্বংসপ্রাপ্ত হবে না, এটা কেউ হলফ করে বলতে পারবে না। ছবি ও প্রতিবেদন : উজ্জ্বল হোসাইন।

 


 

সর্বাধিক পঠিত