চাঁদপুরে ৬১ লাখ টাকা ফেরত দিয়ে সততার পুরস্কার পেল অটোচালক সজীব
প্রকাশ: ২৪ জুন ২০২০, ১৭:০৮
নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরে ৬১ লাখ টাকা ফেরত দিয়ে সততার পুরস্কার পেল অটোচালক সজিব। বুধবার দুপুরে তাকে একটি নতুন অটোবাইক উপহার দেয়া হয়।
সততার পুরষ্কার হিসেবে টাকার মালিক জুয়েল মিয়াজি সজিবকে নতুন একটি অটোবাইক অতিরিক্ত পুলিশ সুপার কাযলয় প্রাঙ্গনে উপহার দিয়েছেন। ঐ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সার্কেল জাহেদ পারভেজ।
সচেতন শহরবাসী মনে করেন দরিদ্র সজীব ও তার সহযোগী বাদলের দৃষ্টান্ত সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। লোভকে পেছনে ফেলে জয়ী হোক সততা।
গত ২২ জুন চাঁদপুরে বিকাশ এজেন্ট ওই টাকা ব্যাংক থেকে তুলে অটোবাইকে যাওয়ার পথে ভুলে ফেলে চলে যান। সারাদিন অপেক্ষা করে চালক সজিব সন্ধ্যায় থানায় ওই টাকা জমা দেন। পুলিশ টাকাগুলো প্রকৃত মালিকের হাতে পৌঁছে দেন।