• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহ্তলীতে শিক্ষাবিদ এটি আহমেদ হোসাইন রুশদীর মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ:  ২২ জুন ২০২০, ১৩:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

স্বাস্থ্য বিধি মেনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ এটি আহমেদ হোসাইন রুশদীর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম, মরহুমের কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


গত ২০ জুন শনিবার সকাল ১০টায় শাহ্তলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিলে ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী। ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

 


তিনি তার বক্তব্যে বলেন, এই প্রতিকূল পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে প্রখ্যাত শিক্ষাবিদ এটি আহমেদ হোসাইন রুশদী সাহেবের মৃত্যুবার্ষিকী আপনারা পালন করছেন। এতে বুঝা যায় তিনি কতটুকু ভালো মানুষ ছিলেন। তিনি প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়েছেন। আপনাদের কৃতজ্ঞতা দেখে আমি অভিভূত। ধন্যবাদ জানাই প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান জনাব সোহেল রুশদীকে, তার ব্যবস্থাপনায় আমার নানার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো দিন দিন শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 


তিনি আরও বলেন, আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি মহোদয়কে। যার বদান্যতায় এ প্রতিষ্ঠানসহ এ এলাকার সকল প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মিত হয়েছে। তিনি সকল উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছেন। আমি মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।

সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব আলোকবর্তিকা নিয়ে এ এলাকায় জন্মগ্রহণ করেছেন। সমগ্র বাংলাদেশে তিনি অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তাঁর জীবদ্দশায় তাঁর নামে কোনো প্রতিষ্ঠানের নামকরণ করেননি। তাঁর স্মৃতি ধরে রাখার জন্যে জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের নামকরণ করা হয়েছে। সেই নতুন ভবনগুলো মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি মহোদয়ের সহযোগিতায় আমরা পেয়েছি। আমরা এজন্যে তাঁর কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি আল্লাহ আমাদের সুস্থ রাখছেন। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে সকল কর্মসূচি পালন করবো। অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দেস মাওলানা আখতার হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, জিলানী চিশতী কলেজের ইংরেজি প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, হিসাব বিজ্ঞান প্রভাষক মোঃ মানিক মিয়া, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন শাহতলী কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্লাহ, প্রভাষক মাওলানা এএনএম হেলাল উদ্দিন, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সোহরাব হোসেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ ফজলুল করিম, সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, শাহতলী কামিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান শরীফ মোঃ মোস্তফা খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ নুরুজ্জামান মুন্সি, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কবির হোসেন চৌধুরী, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী লাইব্রেরীয়ান মাওলানা আব্দুল মান্নান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী লাইব্রেরীয়ান মোঃ রবিউল আওয়াল খান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, অফিস সহকারী মোঃ মেহেদী হাসান, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্যবিধি মেনে মরহুমের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম ও মরহুমের কবর জিয়ারত করা হয়। অনুষ্ঠানে শেষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দেস মাওলানা আখতার হোসাইন।