• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গাজীপুরে পাউবোর ১০ কোটি টাকার জায়গা রাতের আধারে দখল

প্রকাশ:  ২২ জুন ২০২০, ১৩:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ব্রীজ নির্মাণের পর স্থানটি হয়ে উঠে পর্যটনের জন্যে জনপ্রিয়। ফলে সড়কের দু্ পাশে থাকা পাউবোর পরিত্যক্ত ভূমি হয়ে উঠে লোভনীয়। চোখ পড়ে দখলদারদের। ফলস্বরূপ মিলেমিশে রাতের অাঁধারে সড়কের দু পাশে প্রায় অর্ধশত দোকান গড়ে তোলে। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর এলাকায় ঘটে। যদিও পাউবো কর্তৃপক্ষ তাদের অবৈধ স্থাপনা ছাড়তে ইতঃমধ্যেই আল্টিমেটাম দিয়েছে।


জানা গেছে, উপজেলার পূর্বাঞ্চলের সাথে পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা সংক্ষিপ্ত করার লক্ষ্যে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ও গোবিন্দপুর উত্তর ইউনিয়নের বিভাজনকারী ডাকাতিয়া নদীর উপর প্রকৌশল বিভাগ ধানুয়া-গাজীপুর ব্রীজ নির্মাণ করে। ব্রীজটি নির্মাণের পর নদী ও এর পাশে থাকা বিলের উপর দিয়ে সড়ক চলে যাওয়ায় দৃষ্টিনন্দন হয়ে উঠে স্থানটি। ইতিমধ্যেই ভ্রমণপ্রিয় মানুষজন একে নিকলীর হাওড়ের প্রতিরূপ হিসেবে চিহ্নিত করেছেন। করোনাকালেও প্রতিদিন শত শত মানুষ আসে এর সৌন্দর্য উপভোগ করতে। ফলে ক্রমশ এলাকাটিতে জনসমাগম বাড়তে থাকে। ব্রীজের পূর্ব অংশে তথা পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজার থাকায় এর দু পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তির ওপর নজর পড়ে স্থানীয় প্রভাবশালীদের।

 


অবৈধ দখলবাজরা একত্রিত হয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রায় দশ কোটি টাকার সম্পত্তিতে রাতের অাঁধারে অর্ধশত দোকান নির্মাণ শুরু করে। সরজমিনে দেখা যায়, পাউবো সম্পত্তির উপর অবৈধভাবে গড়ে উঠা দোকানগুলোর মেরামত চলছে। অনেকে সেখানে বিকিকিনি শুরু করেছে।

 


স্থানীয় লোকজন জানায়, ক্ষমতাসীন দলের নামধারী কিছু নেতা একত্রিত হয়ে এ দখলের কাজ করছে। এদের মধ্যে যাদের নাম উঠেছে তারা হলেন পাইকপাড়া দক্ষিণ ইউপির বর্তমান সদস্য মোঃ জসিমউদ্দিন পাঠান, সাবেক সদস্য মোঃ মাঈনুদ্দিন পাটওয়ারী, সাবেক সদস্য মোঃ সাইফুল ইসলাম, আলম পাঠান, মোঃ শহীদ, বতু মিয়া, সোহেল গাজী, আলমগীর হোসেন, আলম গাজী, সুমন খান, রফিক মিজি, জাহাঙ্গীর খান, মমিনুল হক ভূঁইয়া, মজিব পাঠান প্রমুখ।

 


দখলদারদের মধ্যে সাবেক ইউপি সদস্য মাঈনুদ্দিন পাটওয়ারী দোকান নির্মাণের কথা স্বীকার করে জানান, পূর্বে লিজ নেয়ার পর মেয়াদোত্র্তীণ হয়ে প্রায় এক বছর লিজ বহির্ভূত পড়ে থাকে পাউবোর প্রায় দুই একর সম্পত্তি। বর্তমানে লিজ নেই। তাছাড়া সম্প্রতি ধানুয়া-গাজীপুর ব্রীজটির নির্মাণ কাজ শেষ হওয়ায় জায়গাটির বেশ গুরুত্ব বেড়েছে। তাই আমরা ক'জন মিলে অস্থায়ী দোকান নির্মাণ করেছি। একই সাথে পাউবো লিজ দিলে আমরা নিতে চেষ্টা করবো।

 


ইউপি সদস্য মোঃ জসিমউদ্দিন পাঠান বলেন, জায়গা খালি পেয়ে আমি সবজি বাগান করেছি। তবে আমার পাশেই দোকান নির্মাণ হচ্ছে।

এ বিষয়ে পাউবোর জায়গায় গড়ে উঠা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির পাটওয়ারী জানান, তার বিদ্যালয়ের কক্ষের তালা ভেঙ্গে রাতের অাঁধারে কে বা কারা ৮০ বস্তা লবণ রেখেছে। পরে জানতে পারি স্থানীয় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম এ কা- করেছেন। অবশ্য তিনি লবণ রাখার কথা স্বীকার করেছেন।

পাউবো সম্পত্তি দখলের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাউবোকে অবহিত করেছি। একই সাথে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসকে বিস্তারিত জানাতে বলেছি।

পাউবোর চাঁদপুর নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সেকশন অফিসার মোঃ ওয়াহিদুর রহমান ভূঁইয়া মুঠোফোনে জানান, আমাদের ওখানে প্রায় দুই একর সম্পত্তি রয়েছে। আমি অবৈধ দখলদারদের ২৪ ঘণ্টা সময় দিয়েছি নিজ নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেয়ার জন্যে। যদি এ সময়সীমার মধ্যে না সরিয়ে নেয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করবো।

সর্বাধিক পঠিত