চাঁদপুরে আরো ১২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৫৬৫


চাঁদপুরে আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গে মৃত হাজীগঞ্জের সুশীল সাহা (৬০) ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মোহাম্মদ হোসেন (৬৩) ও রয়েছেন। আক্রান্ত অন্য ১০ জনের মধ্যে ৯ জন চাঁদপুর সদর উপজেলার এবং ১ জন ফরিদগঞ্জের। সদরে আক্রান্তদের মধ্যে দুইজন পুলিশ সদস্য।
জেলা স্বাস্থ্য্য বিভাগ জানায়, ২১ জুন রোববার সকালে ঢাকা থেকে মোট ৫৭ জনের নমুনা টেস্টের রিপোর্ট আসে। বাকিদের রিপোর্ট করোনা নেগেটিভ। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪৬ জন।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন জানান, সদরের নতুন শনাক্তরা হলো : শহরের মমিনপাড়ার ১ যুবক (২৯), ব্যাংক কলোনীর ১ নারী (৫২), চিত্রলেখা মোড় এলাকায় করোনায় মৃত মফিজের ছেলে (৩২), খলিশাডুলী টেকনিক্যাল এলাকার ১ যুবক (৩২), নিশি বিল্ডিং এলাকার পুলিশের ১ এসআই (৩১), ওয়াপদা গেইট এলাকার পুলিশের ১ এএসআই (৫২), ওয়াপদা গেইট এলাকার ১ যুবক (৩২), মৈশাদীর ১ যুবক (২৫) এবং ঠিকানা অজ্ঞাত (মোবাইল ফোন রিসিভ করছেন না) ১ জন।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৫৬৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১৬ জন, মতলব দক্ষিণে ৭১জন, হাজীগঞ্জে ৬৪জন, শাহরাস্তিতে ৬৩জন, ফরিদগঞ্জে ৬২জন, হাইমচরে ৩৩জন, কচুয়ায় ২৮জন ও মতলব উত্তরে ২৭জন। ১জন লক্ষ্মীপুরের রায়পুরের।
জেলায় মোট ৪৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৪জন, চাঁদপুর সদরে ১২জন, ফরিদগঞ্জে ৬জন, কচুয়ায় ৪জন, মতলব উত্তরে ৪জন, শাহরাস্তিতে ৩জন ও মতলব দক্ষিণে ২জন। ১জন লক্ষ্মীপুরের রায়পুরের।