• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে আরো ৪৪জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৫৫৫

প্রকাশ:  ২০ জুন ২০২০, ১৩:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বৈশ্বিক মহামারী করোনায় চাঁদপুরে পুলিশ বাহিনীর ১৫জনসহ আরো ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলারই ২৬ জন (১৫ জন পুলিশসহ), মতলব দক্ষিণের ১৫ জন, হাজীগঞ্জের ১ জন, শাহরাস্তির ১জন ও ফরিদগঞ্জের ১জন।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৫৫ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪৪জন।

সিভিল সার্জন অফিস সূত্রে শনিবার এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, এ দিন মোট ৯৯টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪৪টি পজেটিভ। নেগেটিভ ৫৪টি। আরেকটি পজেটিভ রিপোর্ট পূর্বে আক্রান্ত রোগীর।

জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৫৫৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০৮ জন, মতলব দক্ষিণে ৭১ জন, শাহরাস্তিতে ৬৪ জন, হাজীগঞ্জে ৬৩ জন, ফরিদগঞ্জে ৬১ জন, হাইমচরে ৩৩ জন, কচুয়ায় ২৮ জন ও মতলব উত্তরে ২৭ জন।

জেলায় মোট ৪৪ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৩ জন, চাঁদপুর সদরে ১২ জন, ফরিদগঞ্জে ৬ জন, কচুয়ায় ৪ জন, মতলব উত্তরে ৪ জন, শাহরাস্তিতে ৩ জন ও মতলব দক্ষিণে ২ জন।