প্রকৌশলী দেলোয়ার হোসেনের মৃত্যুতে জেলা প্রশাসনের শোক
প্রকাশ: ১৭ জুন ২০২০, ২২:৩৩
নিজস্ব প্রতিবেদক


জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের আজীবন সদস্য, মুক্তিফৌজ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এবং লেখক, শিক্ষানুরাগী ও মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন গতকাল ১৬ জুন ভোরে আকস্মিকভাবে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তাঁর মৃত্যুতে জেলা প্রশাসন, চাঁদপুর-এর কর্মকর্তা ও কর্মচারীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
তাঁরা এক শোকবার্তায় বলেন, আমরা তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি এবং পরম করুণাময়ের কাছে তাঁর বিদেহী আত্মার চির শান্তি ও মাগফেরাত কামনা করছি। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের স্বাক্ষরে এ শোকবার্তাটি পাঠানো হয়।