দোকানীর কাণ্ড!!!
চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মানায় দোকানীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা
প্রকাশ: ১১ জুন ২০২০, ১১:৪৭
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুরে মাস্ক না পরায় এক কাপড় বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে চাঁদপুর শহরের কালীবাড়ি মোড়ে। গতকাল বুধবার ১০ জুন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল ইসলামকে দেখে কাপড় বিক্রেতা বিক্রয়কৃত কাপড় মুখে লাগিয়ে দেন।
এমন দীর্ঘ মাস্ক দেখে উপস্থিত অনেকেই আশ্চর্য হন। অতঃপর মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মেনে কাপড় বিক্রি করায় তিনি নিজের দোষ স্বীকার করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ভ্রাম্যমাণ আদালতে ৫০০ টাকা জরিমানা করেন এবং সতর্ক করে দেন।