ঈদে নেই হাসিমুখ, নেই কোলাকুলি !


দীর্ঘ সিয়াম সাধনার পর খুশির ঈদ এলেও মহামারি করোনাভাইরাসের কারণে ঈদের আনন্দ যেন নিরানন্দ হয়ে গেছে। এবার ঈদের খুশির বদলে মানুষের মনে করোনা ভাইরাসের আতঙ্ক আর নানা দুশ্চিন্তা ভর করেছে। এই করোনা আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব রেখে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তবে অন্য বার ঈদের নামাজ শেষে একজন আরেকজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার যে দৃশ্য দেখা যেত এবার তা একেবারেই দেখা যায়নি।
চাঁদপুর শপথ চত্ত্বর মোড়ে বায়তুল আমিন জামে মসজিদে ঈদের নামাজে ইমামতি করেন মাওঃ তোহা মিয়া। তিনি বলেন, ঈদের দিন এমন হবে তা আমরা কেউ কোনোদিন ভাবিনি। এক মাস রোজার শেষে ঈদ এসেছে, কিন্তু ঈদের সেই আমেজ কোথাও নেই। ঈদের নামাজ পড়েছি আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে। আমরা এবার রমজানে ১০জন মুসল্লি নিয়ে তারাবিহ নামাজ আদায় করেছি। এই মহামারি করোনাভাইরাস আমাদের সব আনন্দ কেড়ে নিয়েছে। কবে এই অবস্থা থেকে মুক্তি পাব তার কোনো ঠিক নেই। তিনি আরো বলেন, জীবনে আর কখনো এমন ঈদের দিন আসবে কি-না জানি না। তবে যতদিন বেঁচে থাকব এই ঈদের দিনের কথা মনে থাকবে। এ কথা কখনো ভুলব না।
ষাটোর্ধ্ব এক মুসল্লি বলেন, বয়স আমার কম হয়নি। যুদ্ধ, দুর্ভিক্ষ সবই দেখেছি। কিন্তু এমন দৃশ্য কখনো দেখিনি। কোনো যুদ্ধ নেই, হানাহানি নেই তারপরও মানুষের মনে কোনো আনন্দ নেই। এক কঠিন মুহূর্ত।