১০ ঘন্টার ব্যবধানে বাবা-মা দুজনকেই হারালেন আনোয়ার হাবিব কাজল


ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (পিআর), চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি, এসএসসি '৮৫ ব্যাচের বন্ধু ফোরামের অন্যতম সদস্য আনোয়ার হাবিব কাজলের মা রাবেয়া বেগম (৭২) চাঁদপুরস্থ তাঁর নিজ বাসভবনে ১৮ মে সোমবার সোয়া ৭টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে--------রাজিউন)। মায়ের মৃত্যুর ১০ ঘন্টা পরই বাবা মোঃ মুজিবুর রহমান পাটোয়ারী (৮৭) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁরা ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁদের বড় ছেলে কানাডায় চাকরিরত, মেঝো ছেলে জিলানী চিশতি কলেজের সহকারী অধ্যাপক এবং ছোট ছেলে বেক্সিমকোর একজন প্রকৌশলী। অপরজন হচ্ছেন আনোয়ার হাবিব কাজল। বাবা-মা দুজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, ড্যাফোডিল ইউনিভার্সিটির ভাইস চেন্সলরসহ শিক্ষক, শিক্ষার্থী, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সকল স্তরের সদস্যবৃন্দ, এসএসসি '৮৫ ব্যাচের বন্ধু মহল। মরহুমার পরিবারবর্গ সকলের কাছে তার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।