হাজীগঞ্জে নতুন আক্রান্ত এক জেলায় মোট ৬৫


চাঁদপুর জেলায় কোভিড-১৯ তথা করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত আছে। গতকালকের রিপোর্টে নতুন করে আরো একজন বেড়ে এই সংখ্যা এখন ৬৫ জন। হাজীগঞ্জে নতুন করে আরো একজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে।
গতকাল শুক্রবার চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে নতুন করে ৪০ জনের রিপোর্ট আসে। এর মধ্যে পজিটিভ রিপোর্ট আসে ১ জনের। নতুন করে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নারী। তিনি হাজীগঞ্জ শহরের বাসিন্দা। নতুন এ আক্রান্তসহ হাজীগঞ্জে মোট আক্রান্ত হচ্ছে ৫ জন। আর জেলায় মোট ৬৫ জন।
গতকাল পর্যন্ত চাঁদপুর জেলা থেকে ঢাকায় মোট স্যাম্পল পাঠানো হয়েছে ৯৮৬ জনের। এদের মধ্য থেকে রিপোর্ট আসে ৮৯১ জনের। আর রিপোর্ট প্রাপ্তির অপেক্ষায় আছে ৯৫ জনের। এদিকে জেলায় মোট আক্রান্ত ৬৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ জন। আর মারা গেছেন ৪ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪৭ জন।