• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আক্রান্ত ৬০ জনের মধ্যে ৩২ জনই চাঁদপুর শহরের

প্রকাশ:  ১৪ মে ২০২০, ০২:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলায় গতকাল বুধবার পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৬০ জন। এর মধ্যে ৩৭ জনই চাঁদপুর সদর উপজেলার। এই ৩৭ জনের মধ্যে ৩২ জন চাঁদপুর শহরের। এ তথ্য জানা গেছে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিনের কাছ থেকে। এটি খুবই উদ্বেগজনক। চাঁদপুর শহরের জন্যে ভীতি এবং ঝুঁকির বিষয়।

এই সংখ্যার বিশ্লেষণে ডাঃ সাজেদা বেগম পলিন বলেন, এতেই বুঝা যাচ্ছে চাঁদপুর শহর সম্পূর্ণ অরক্ষিত। তাই এখনই উচিত পুরো চাঁদপুর শহরকে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয়া। কোনো জনমানব যেনো রাস্তায় বের না হয় সে লক্ষ্যে সকল পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে যাওয়ার বিকল্প নেই।

চাঁদপুর পৌর এলাকার আক্রান্ত ৩২ জনের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য, স্বাস্থ্য কর্মী, প্যাথলজির স্টাফ ও ল্যাব টেকনিশিয়ান।