• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

দুদিনে চাঁদপুরে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি

প্রকাশ:  ১৩ মে ২০২০, ১১:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

টানা কয়েকদিন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ আসার পর পরপর দু'দিন চাঁদপুরে পজিটিভ কোনো রিপোর্ট আসে নি। যে সব রিপোর্ট এসেছে, তার সবই নেগেটিভ। এই স্বস্তির খবরে জনগণের মাঝে যে আতঙ্ক বিরাজ করছিল, তা অনেকটা কমতে দেখা গেছে।


গতকাল মঙ্গলবার এবং আগের দিন সোমবার চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে ঢাকা আইইডিসিআর থেকে যে সব রিপোর্ট এসেছে তার মধ্যে পজিটিভ কোনো রিপোর্ট ছিলো না। তাই চাঁদপুর জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর সংখ্যা দেখা যায় নি। সোমবার গভীর রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ে ১৬ জনের রিপোর্ট আসে। আর গতকাল দুপুরের মধ্যে আসে সাতটি রিপোর্ট। এ সবের কোনোটিতেই পজিটিভ কোনো রিপোর্ট আসে নি। দুদিনে ২৪টি রিপোর্টই নেগেটিভ আসে। এটিকে ভালো এবং স্বস্তির সংবাদ হিসেবেই দেখছেন সচেতন মহল।

এদিকে গতকাল পর্যন্ত চাঁদপুর জেলা থেকে কোভিড-১৯ পরীক্ষার জন্যে স্যাম্পল পাঠানো হয়েছে মোট ৮৬৮ জনের। এরমধ্যে রিপোর্ট এসেছে ৭২০ জনের। রিপোর্ট প্রাপ্তির অপেক্ষায় আছে ১৪৮ জনের। আর করোনায় আক্রান্তের সংখ্যা সেই আগের অবস্থায়ই আছে। তা হচ্ছে ৪৮ জন। তবে বর্তমানে চিকিৎসাধীন আছে ৩২ জন। অন্যদের মধ্যে চার জন মারা গেছেন এবং ১২ জন সুস্থ হয়েছেন।

সর্বাধিক পঠিত