• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জের ইউএনও'র করোনা নেগেটিভ

প্রকাশ:  ১০ মে ২০২০, ১৩:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার করোনা টেস্টের চূড়ান্ত রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল শনিবার বিষয়টি চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। আজ রোববার আনুষ্ঠানিকভাবে বৈশাখী বড়ুয়াকে করোনামুক্ত ঘোষণা করবে জেলার এই দপ্তরটি। এর আগে ২৯ এপ্রিল দুপুরে সিভিল সার্জন কার্যালয় জানায় বৈশাখী বড়ুয়ার করোনা পজিটিভ।

খোঁজ নিয়ে জানা যায়, দেশে করোনা প্রদুর্ভাবের মধ্য নিয়ে পুরোদমে রাষ্ট্রীয় কাজের পাশাপাশি সামাজিক কাজ করে চলেছেন বৈশাখী বড়ুয়া। এর মধ্যে নিজে একটু অসুস্থ বোধ করেন। নিজের থেকেই গত ২৭ এপ্রিল করোনা পরীক্ষার জন্যে নমুনা দেন। ২৯ এপ্রিল করোনা পজিটিভ রিপোর্ট আসে এই কর্মকর্তার। পুরো উপজেলায় বিষয়টি নিয়ে তুলকালাম কা- শুরু হয়ে যায়। কেউ বিশ্বাস করছিল না ইউএনও করোনায় আক্রান্ত। এরপরেই সরকারের এই কর্মকর্তা উপজেলা সদরে নিজের সরকারি কোয়ার্টারে হোম কোয়ারেন্টাইনে চলে যান।

 

পরবর্তীতে ৬ মে এই কর্মকর্তার করোনার ২য় রিপোর্টটি নেগেটিভ আসে এবং সর্বশেষ গতকাল শনিবার ৮ মে চূড়ান্ত আর সর্বশেষ রিপোর্টে করোনা নেগেটিভ আসে।

এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্ল্যাহ জানান, হাজীগঞ্জে ইউএনও বৈশাখী বড়ুয়াকে আমরা আজ রোববার করোনামুক্ত ঘোষণা করবো। অপর এক প্রশ্নে এই কর্মকর্তা বলেন, তিনি পুরোপুরি সুস্থ, তবে স্বাস্থ্য বিধি অনুযায়ী আরো ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁকে।

সর্বাধিক পঠিত