রাজরাজেশ্বর ছেড়ে এখন বালু কাটা হচ্ছে সাখুয়ায়
প্রকাশ: ০৮ মে ২০২০, ১৫:৩৭
নিজস্ব প্রতিবেদক


দেশে এখন করোনাভাইরাসের প্রাদুর্ভাব। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, গণপরিবহনও বন্ধ। কিন্তু থেমে নেই মেঘনা নদীর চাঁদপুর এলাকার বালু উত্তোলনের রমরমা বাণিজ্য। রাজরাজেশ্বর লক্ষ্মীরচর, জাহাজমারা ও লগ্গিমারা চরে প্রায় শতাধিক ব্যক্তিমালিকানাধীন ড্রেজার এতদিন ঝাঁক বেঁধে নদী থেকে বালু উত্তোলন করেছিলো। এখন আপাতত বন্ধ সেখানকার বালু উত্তোলন। এসব এলাকা ছেড়ে এখন বালু কাটা হচ্ছে ইব্রাহিমপুর ইউনিয়নের সাখুয়া এবং হাইমচরের কাটাখালীতে। প্রতিদিন বালুভর্তি কয়েকশ' বাল্কহেড এভাবেই নদীর তলদেশের খনিজসম্পদ উজাড় করে ফেলছে। পুরো নদীর বালু চুষে খাচ্ছে। সচেতন মহলের প্রশ্ন : এখানে কি লকডাউন নেই। রাষ্ট্রের এ প্রাকৃতিক সম্পদ রক্ষার দায়িত্ব কার?