• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজারে খোলা রাখা হচ্ছে লকডাউনকৃত দোকান

প্রকাশ:  ০৭ মে ২০২০, ১০:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আতঙ্কিত সারাবিশ্ব। এর ভয়াবহতা ছড়িয়ে পড়ছে বাংলাদেশেও। প্রতিদিনই আমাদের দেশে বেড়ে চলছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর ভয়াবহতা রোধে সরকার লকডাউনসহ নানা পদক্ষেপ গ্রহণ করেও তা কার্যকর করতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু কে শুনছে কার কথা, ইচ্ছামাফিক চলছে লকডাউন না মানার প্রবণতা। এমনই একটি পরিস্থিতি পরিলক্ষিত হয়েছে ব্যবসায়িক প্রাণকেন্দ্র পুরাণবাজার ফলপট্টিতে। গত ৪ মে পুরাণবাজারের উঠতি বয়সের এক যুবকের করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ হওয়ায় তাকে বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও। কিন্তু রাত পোহালেই চোখে পড়ে অন্য চিত্র। রাত পোহাতে না পোহাতেই তার বাবা তার পুরাণবাজারের ফলপট্টিতে থাকা ফলের দোকান খুলে দিব্যি বেচাকেনা শুরু করেন। পার্শ্বস্থ দোকানিরা কিছুটা বারণ করলেও তিনি তা কর্ণপাত না করায় পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ সকালেই তাকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাবার নির্দেশনা প্রদান করেন। কিন্তু তাতেও তিনি কর্ণপাত না করায়, পুনরায় দুপুর ১টার দিকে ফাঁড়ির পুলিশ এসে তার সাথে উচ্চবাচ্য বাক্য বিনিময়ের এক পর্যায়ে সে দোকান বন্ধ করতে বাধ্য হয়। কিন্তু গতকাল ৬ এপ্রিল বুধবার সে তার নিকটাত্মীয় দিয়ে পুনরায় দোকান খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করেন। দেখা যায়, নিকটাত্মীয়ের সাথে তার বাবাও দোকানে সহযোগিতা করছেন। পাশের দোকানিরা অনেকেই ক্ষোভ প্রকাশ করলেও ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস করেনি।

এ বিষয়ে স্থানীয় পুলিশসহ জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীগণ। তারা মনে করেন যেখানে বাড়ির সকলকে লকডাউন করা হলো, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর চোখের উপর কী করে তার ঘরের লোকজন দোকান খোলা রাখার সাহস পায়।

সর্বাধিক পঠিত