চাঁদপুর জেলায় নতুন কোনো করোনা আক্রান্ত নেই


চাঁদপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগী নতুন করে আর বৃদ্ধি পায়নি। গতকাল একটি রিপোর্ট এসেছে, সেটি নেগেটিভ। তবে ভাইরাস পরীক্ষা অব্যাহত আছে। আক্রান্ত সন্দেহভাজনদের থেকে স্যাম্পল তথা নমুনা সংগ্রহের সংখ্যাও বাড়ছে। এটিকে ভালো দিক হিসেবেই দেখছেন সচেতন মানুষজন। তার কারণ হচ্ছে, মানুষ নিশ্চিত হয়ে যাচ্ছে সে আক্রান্ত কি না। আক্রান্ত হয়ে গেলে সে স্বাস্থ্যবিধি মনে চললে তার থেকে আর সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে না।
কোভিড-১৯ তথা করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত হতে সন্দেহভাজনদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার কার্যক্রম সারাদেশের ন্যায় চাঁদপুরেও অব্যাহত রয়েছে। গতকাল বুধবার পর্যন্ত চাঁদপুর জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয় ৬১৬ জনের। এর মধ্যে রিপোর্ট আসে ৪৪৮ জনের। রিপোর্ট আসার অপেক্ষায় আছে ১৬৮ জনের। ৪৪৮ রিপোর্টের মধ্যে পজিটিভ হচ্ছে ২৮ জন। অর্থাৎ এই ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী হিসেবে চিহ্নিত হন। এদের মধ্যে চারজন এই ভাইরাস বহন করেই মারা যান। মৃত্যুর পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। বাদবাকি ২৪ জনের মধ্যে ১০ জন পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। আর বাকি ১৪ জন হাসপাতাল এবং নিজ নিজ বাসা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন। ১৪ দিন পর ৭ দিন পর পর তাদের দুইটি রিপোর্ট হবে। দুই রিপোর্টে যদি তাঁদের নেগেটিভ আসে, তখন তাঁরা পূর্ণ সুস্থ হিসেবে বিবেচিত হবেন।