• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জের ফাতেমা করোনায় আক্রান্ত ছিলেন

প্রকাশ:  ০৬ মে ২০২০, ১৬:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত শুক্রবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ফাতেমা নামে দুই সন্তানের জননী যে মারা গেছেন তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নারী চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোডস্থ মুন্সী বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার রাত ৮টার দিকে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আসলে কর্মরত চিকিৎসক তার মধ্যে করোনার উপসর্গ দেখলে অর্থাৎ তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখলে তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি দেন। এর দেড় ঘণ্টার মাথায় রাত সাড়ে নয়টার দিকে ফাতেমা মারা যান। সে রাতে তার লাশ দাফন নিয়ে বেশ জটিলতা দেখা দিলেও অবশেষে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ আফজাল হোসেনের হস্তক্ষেপে রাত দুইটার দিকে পূর্ব রাজারগাঁও গ্রামে পৈত্রিক বাড়িতে নিয়ে ফাতেমার লাশ দাফন করা হয়।

ফাতেমার স্বামী মারা গেছেন অনেক আগে। তার ১ ছেলে ও ১ মেয়ে বিবাহিত। তিনি চাঁদপুর শহরে একাই থাকতেন এবং পাশের বাসায় তার একজন বোন থাকতেন।

সর্বাধিক পঠিত