হাজীগঞ্জে করোনা উপসর্গে এবার বৃদ্ধের মৃত্যু


হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে রেখা নামের এক গৃহবধূ মারা যাওয়ার এক দিন শেষ না হতে মারা গেলেন এক বৃদ্ধ। শহীদ উল্লাহ (৭৩) নামের এ বৃদ্ধকে মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির গোরস্থানে দাফন করা হয়েছে। সোমবার মারা যাওয়া রেখার মতো শহীদ উল্লাহর নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে টিম। শহীদ উল্লাহ উপজেলার ৫নং সদর ইউনিয়নের অলিপুর গ্রামের মিজির বাড়ির বাসিন্দা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মীর জানান, শহীদ উল্যাহ গত ক'দিন যাবত জ্বর, সর্দি, গলা ব্যথায় ভুগছিলেন। সোমবার দিবাগত রাতে তার পাতলা পায়খানা ও বমি হয়। রাত সাড়ে ১২টার সময় নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।
এদিকে শহীদ উল্লাহর মৃত্যুর সংবাদটি উপজেলা দাফন প্রস্তুতি টিমের প্রধান মাওলানা যোবায়ের আহমেদকে জানানো হয়। তার নেতৃত্বে মঙ্গলবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি টিম স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির জানাজা ও দাফনের কাজ শেষ করেন। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে একটি টিম নিহতের বাড়িতে এসে মৃত ব্যক্তির করোনা সংগ্রহ করেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন উজ্জল জানান, মৃত্যুর ঘটনা শুনেছি। স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, এর আর আগে গত সোমবার করোনা উপসর্গ নিয়ে একই ইউনিয়নের মৈশাইদ উত্তর পাড়ার রেখা বেগম মারা যান। ওইদিন বাদ আসর রেখাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।