• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে নীরবে কাজ করে চলা এক জনপ্রতিনিধি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

প্রকাশ:  ০৪ মে ২০২০, ১৩:০৬ | আপডেট : ০৪ মে ২০২০, ১৩:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ডাঃ দীপু মনি, চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী । নীরবে নিভৃতে যিনি চাঁদপুরের মানুষের জন্য কাজ করে চলেছেন। তিনি আর কেউ নন মেঘনা পাড়ের কন্যা, চাঁদপুরের মানুষের ভরসারস্থল ডাঃ দীপু মনি। দেশে করোনারভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই তিনি অত্যন্ত সতকর্তার সাথে অবস্থা পর্যবেক্ষণ করে চলেছেন। স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ এবং দলীয়-কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সর্বস্তরের মানুষের পাশে দাড়িয়েছেন অভিভাবকের মত। কর্মীদের মাধ্যমে ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ডভিত্তিক তালিকা প্রস্তুত করে বাড়ি বাড়ি সহায়তা সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন।

চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন এবং হাইমচর উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চাঁদপুর পৌরসভায় ৩০ হাজার ৬৬ পরিবার এবং সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের ৪৫ হাজার পরিবারকে সহায়তা সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন। ত্রান সামগ্রীর পাশাপাশি নগদ প্রায় ১০ লক্ষ টাকা প্রদান করেন। বাদ যায়নি নৌকার মাঝি, বেদে সম্প্রদায় এবং হরিজন সম্প্রদায়ও, নরসুন্দর। যে সমস্ত সামগ্রী প্রদান করা হচ্ছে তার মধ্যে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, ছোলা, লবন, চিনি, চিড়া, মুড়ি খেজুর এবং শিশুখাদ্য রয়েছে।

এছাড়া তিনি মৃত মুসলিম এবং সনাতন ধর্মাবলম্বীদের যারা দাফন /সৎকার করেন তাদেরকে সুরক্ষা পোশাক প্রদান করেন। সুরক্ষা পোশাক প্রদান করেন পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের। চাঁদপুর হাইমচরের যে সকল ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। এদের মধ্যে যারা টিউশন করে নিজের খরচ চালায় এই সংকটময় মূহূর্তে এমন শতাধিক ছাত্র-ছাত্রীকে মোবাইলে বিকাশের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

ডা: দীপু মনি এর নির্দেশে জেলার ছাত্রলীগের কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেয়ারও কর্মসূচী গ্রহণ করে কাজ করে চলেছে।

তথ্যসূত্র : রতন কুমার মজুমদার, অধ্যক্ষ পুরানবাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর-এর ফেসবুক পেজ।

সর্বাধিক পঠিত