• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

রাজরাজেশ্বরে ১২৫০ পরিবার পেলো জেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার সরকারের খাদ্য উপহার

প্রকাশ:  ০৪ মে ২০২০, ১২:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের অনুপ্রেরণায় 'সরকার পরিবারে'র পক্ষ থেকে রাজরাজেশ্বর চরাঞ্চলের ১২শ' ৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন সরকার।


৩ মে রোববার সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই খাদ্য উপহার প্রদান করা হয়। যারা চাল পায়নি তাদের নগদ অর্থ সহযোগিতাও করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন সরকার বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মী এবং সমাজের বিত্তবানদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও জেলা আওয়ামী লীগের অনুপ্রেরণায় আমরা রাজরাজেশ্বরে সরকার বাড়ির পক্ষ থেকে এই ক্ষুদ্র উপহার দিয়েছি।

তিনি উপহারপ্রাপ্ত পরিবারের উদ্দেশ্যে বলেন, এই দুর্যোগে আপনারা আতঙ্কিত হবেন না। তবে সচেতন থাকবেন এবং সরকারের নির্দেশনা মেনে চলবেন। প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন। আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের পাশে থেকে সহযোগিতা করে যেতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন রাজরাজেশ্বর ইউনিউয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, চাঁদপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, স্থানীয় মুরবি্ব সাদেক সরকার, ইউপি সদস্যগণ ও রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।