• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েলের প্রতিষ্ঠিত

কিউআরসির একঝাঁক তরুণ জীবনের ঝুঁকি নিয়ে পৌরবাসীর পাশে

প্রকাশ:  ০৪ মে ২০২০, ১২:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একঝাঁক তরুণ-কিশোর পাড়া-মহল্লায় সরব। করোনার মতো ভয়ঙ্কর মহামারীর সময় অন্যদের মতো ঘরে বসে থাকার কথা থাকলেও তারা ঘরের মধ্যে আবদ্ধ নেই। ছুটে চলেছে মানুষের দ্বারে দ্বারে। কি রাত, কি দিন ছুটে চলেছে তারা। জীবনের ঝুঁকি নিয়ে করোনার ভয়কে জয় করে দুর্বার-দুরন্ত তারা। ফোনের অপর প্রান্ত থেকে অসহায় মানুষের কল পেলেই দ্রুত ছুটে যাওয়া। ওষুধ, খাবার, বিদ্যুৎ বিল কিংবা কোনো রোগীকে হাসপাতালে পেঁৗছে দেয়া। হোক সেটা গভীর রাত, তাতে কী? তারা যে মানবতার ফেরিওয়ালা।


চাঁদপুর জেলা সদরে মানবতার ফেরিওয়ালা খ্যাত 'কিউআরসি' নামে এ সংগঠনের কার্যক্রম চলছে করোনা ভাইরাসের আগ থেকেই। এখন করোনা নিয়ে কাজ করছে। যেখানেই ভীড় দেখেন সেখানেই থেমে সচেতন করার চেষ্টা করেন। মানুষকে রাখতে চেষ্টা করেন নিরাপদ দূরত্বে।

 


চাঁদপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল মানবতার চাদরে জড়িয়ে রেখেছেন চাঁদপুর পৌরসভাকে। পৌরবাসীর সুবিধায় এগিয়ে আসতে প্রতিষ্ঠা করেন কিউআরসি। তাঁর এ উদ্যোগে চাঁদপুর পৌরবাসী ঝুঁকি আর অসহায়ত্বের মধ্যে থেকেও পেয়ে যাচ্ছেন অনেক সুযোগ-সুবিধা। পেয়েছেন চাহিত সুবিধা। কিউআরসির অন্যতম সদস্য মোঃ মেহেদী হাসান ও নাজমুল হাসান বাঁধনের নেতৃত্বে কিউআরসি টিম নিরলসভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। এই ক্রান্তিকালে কিউআরসি চাঁদপুরবাসীর জন্যে একটি যুগান্তকারী সেবা। যা সারা বাংলাদেশের মধ্যেও এই প্রথম।

যেভাবে জন্ম: করোনাভাইরাস পরিস্থিতি যখন বাংলাদেশে প্রাথমিক স্টেজে; তখন অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল উদ্যোগ নেন পৌরবাসীর জন্যে কিছু করার। 'কিউআরসি' (কুইক রেসপন্স ডিউরিং ক্রাইসিস) নামে স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করেন। সদস্যদের নিয়ে ২০টি মোটরসাইকেল গ্রুপ প্রস্তুত করা হয়। তাঁর নির্দেশনায় তারা ২৫ মার্চ থেকে মাঠে নেমে পড়েন। শুরুর দিকে জরুরি ওষুধ, পরিবহন ও বাজার পেঁৗছে দেয়ার কাজ করেন। পরে কর্মহীন, দিনমজুর ও শ্রমজীবী মানুষের ঘরে খাদ্য সহায়তা পেঁৗছে দেন।

কার্যক্রম: শুরুর দিকে কয়েকটি হটলাইন নম্বর দেয়া হয়। এ সব নাম্বরে প্রতিদিন বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অসংখ্য কল আসতে থাকে। সংগঠনের অন্যতম সদস্য মেহেদী হাসান জানান, প্রতিদিন ভোর ৬টা থেকে রাত সাড়ে ১০টা-১১টা পর্যন্ত কল আসে। এ ছাড়া নাজমুল হাসান বাঁধন এবং কামাল হোসেনের নম্বরেও একইভাবে কল আসতে থাকে। কল অনুযায়ী তারা ওয়ার্ডভিত্তিক ত্রাণসহ অন্যান্য সেবা ঘরে ঘরে পেঁৗছে দেয়ার কাজে নেমে যান।

পরিমাণ: সাহায্যের পরিমাণ সম্পর্কে কিউআরসির অন্যতম সদস্য মেহেদী হাসান জানান, গত ২৮ এপ্রিল পর্যন্ত চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে প্রায় সাড়ে ৫ হাজারেরও বেশি পরিবারকে খাদ্য সহায়তা পেঁৗছে দেয়া হয়। প্রতি পরিবারের জন্যে চাল, ডাল, তেল ও আলু দেয়া হয়। এ ছাড়া জরুরি ছয়টি সেবা দেয়া হয়। এ পর্যন্ত ৭শ' জনের বেশি মানুষকে জরুরি ওষুধ সেবা, ৫শ জনকে পরিবহন সেবা, ৪শ' জনকে বাজার পেঁৗছে দেয়া, ২১৮ জনকে হাসপাতালে পেঁৗছে দেয়া এবং ২১৫ জনের বাসায় বিদ্যুতের প্রি-পেইড মিটারে লোড সার্ভিস দেয়া হয়।

কিউআরসির সদস্য অন্যরা হচ্ছেন কামাল হোসেন, কাশেম গাজী, শোয়েব, জাওয়াদ, ফয়সাল ভঁূইয়া, এএম সাদ্দাম হোসেন, শেখ মোহাম্মদ, শামিম, নাজমুল হাসান, হৃদয় মজুমদার ও নাহিদসহ ৫০ জন।

বাইক রাইডার্স-এর সদস্য যারা: আফসান জানি জিহান, আহমেদ মুনসুর, বাঁধন, সামির খান, মামুন, বাবু খান, আরিফ খান, সৃজন, হিমেল, মেহেদী হাসান আকাশ, রাইসুল ইসলাম রাকিব, জিএম রাকিব, জিএম আরিফ, মোস্তাফিজুর রহমান, রাকিব, তানিম, হামিম, তানজিমসহ অনেকে কাজ করছেন।

প্রশংসনীয় : করোনার এ কঠিন মুহূর্তে জিল্লুর রহমান জুয়েলের এমন ব্যতিক্রমী উদ্যোগকে মানুষ ভালো চোখেই দেখছে। বিশিষ্টজনেরাও স্বাগত জানাচ্ছেন। জিল্লুর রহমান জুয়েলের উদ্যোগটি সবার কাছে প্রশংসিত হয়েছে।

অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পরামর্শে কাজ করে যাচ্ছি। যতদিন পরিস্থিতির উন্নতি না হবে এবং সামর্থ্য যতদিন থাকবে; ততদিন এ কার্যক্রম অব্যাহত রাখবো।

সর্বাধিক পঠিত