• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে জেলা পরিষদ সদস্য রিপনের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশ:  ০১ মে ২০২০, ১৯:৪৪ | আপডেট : ০১ মে ২০২০, ২১:১৪
ফরিদগঞ্জ ব্যুরো
প্রিন্ট

চাঁদপুর পরিষদ সদস্য ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপন অসহায় দরিদ্র ও নি¤œমধ্যবিত্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শুক্রবার সকালে তিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের দাসপাড়া এলাকায় খাদ্য সামগ্রী প্রদান কালে বলেন, করোনা ভাইরাস জনিত কারণে আজ মানবতা বিপন্ন। খেটে খাওয়া মানুষগুলো আজ বেকার বসে থাকায় খাদ্যভাবে ভুগছে। তাই আমি ব্যক্তিগত উদ্যোগে কিছুটা হলে তাদের পাশে এসে দাড়িয়েছি। উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ইতিমধ্যেই পুরো উপজেলায় ৫ হাজার লোকের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। এরপর সাথে আমিও একটু সহযোগিতা করছি। উদ্দেশ্য একটাই মানুষ যেন নিরাপদে থাকে এবং ঘরে অবস্থান করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ফতেমা বেগম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, পৌর যুব লীগের যুগ্মআহ্বায়ক এস এম সোহেল রানা, যুবলীগ নেতা শামিম পাঠান, উপজেলা ছাত্রলীগ নেতা রায়হান রবিন, তুষার সাহা সোহাগ, পৌর ছাত্রলীগ নেতা জয় সাহা প্রমুখ।