• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনির পক্ষ থেকে শ্মশানের দাহকর্মীদের মাঝে সুরক্ষা পোশাক প্রদান

প্রকাশ:  ০১ মে ২০২০, ১২:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশানে কর্মরত দাহকর্মীদের মাঝে সুরক্ষা পোশাক প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষ থেকে এ স্বাস্থ্য সুরক্ষা পোশাক প্রদান করা হয়। বর্তমানে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ (করোনাভাইরাস) বাংলাদেশেও হানা দিয়েছে। এ সময়টিতে সনাতন ধর্মাবলম্বী কোনো আক্রান্ত মৃত ব্যক্তিকে শ্মশানে দাহ করতে তারা যেনো সম্পূর্ণ সুরক্ষা থেকে দাহ করতে পারে সেজন্যেই তাদের মাঝে এ সুরক্ষা পোশাক বিতরণ করা হয়েছে।


গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষ থেকে তার চাঁদপুরস্থ বাসভবন থেকে চাঁদপুর মহাশ্মশানের দাহকর্মীদের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা পোশাক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, পৌর আওয়ামী লীগ নেতা সঞ্জিত পোদ্দার প্রমুখ।

সর্বাধিক পঠিত